মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা আক্তার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, আয়শা তার মামাতো বোন রহিমা আক্তারকে নিয়ে কেনাকাটা করতে বাড়ি থেকে শহরের পুরান বাজারে যাচ্ছিলেন। পথে তার কলেজ বন্ধু সিহাব মাদবর ও মামুন খান ইজিবাইকে ওঠেন। পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকে আয়শার গলায় ওড়না পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পর আয়শার দুই সহযাত্রী সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আয়শার পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, এতে পরিকল্পিত কিছু থাকতে পারে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইজিবাইক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ …

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে …

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে …
