• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার অপরাধে বন্ধু খুন

   ১৩ জুলাই ২০২৫, ০১:১৯ পি.এম.
আশরাফুল ইসলাম বিপুল

যশোর প্রতিনিধি 

যশোর শহর সংলগ্ন ষষ্ঠিতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার অপরাধে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহেতর নাম আশরাফুল ইসলাম বিপুল (২৬)। সে যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। আশরাফুল ইসলাম বিপুল এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করত বলে জানা গেছে।

পরিবারের দাবি কৌশলে ডেকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী আমার ছেলে বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়েও করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল।  

প্রত্যক্ষদর্শী ও নিহতের পিতা জানান, শনিবার রাতের দিকে বিপুলের পরিচিত লোক দিয়ে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারী তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার
দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার