হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস


আদালত প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। আদালত তাকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন।
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন।
এর আগে, ১০ জুলাই হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় তিনি জামিন নামা দাখিল করেন এবং আত্মসমর্পণের প্রস্তুতির কথা জানান। সেই অনুযায়ী আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ঢাকার ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে এনামুল হক নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।
ভিওডি বাংলা/ডিআর
দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় …

হাসিনাসহ ২৩ জনের ছয় মামলা বিচারের জন্য বদলির নির্দেশ
আদালত প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক …

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির …
