• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা-গুলির এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত
প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত
শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর
শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর