যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩


যশোর প্রতিনিধি
১১টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
রবিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়া থানা এলাকা ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ভোর ৪ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় আটককৃতেদর কাছ ১১টি স্বর্ণের বার উদ্ধার ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ৩শ ১৫ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭ হাজার নয়শ' টাকা।
আটককৃত হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়া জেলার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডল ছেলে রামপ্রসাদ মন্ডল।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সোনাগুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। খবর পেয়ে তারা অভিযান চালিয়ে উদ্ধার করে।
এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে ও আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
ভিওডি বাংলা/ এমএইচ
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক …

ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি (ভিজিডি) …

দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেটি ৫২ লক্ষ …
