যে বিএনপিকে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক-আসিফ


ভিওডি বাংলা ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ বিএনপিকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি'র মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নীচে, তাদের এই দারিদ্র্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে।
তিনি আরও বলেন, সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। ওখান থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান। অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ্যের কারণে বিএনপি'তে ধনাঢা ব্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব্যবসায়ীদের মাসলম্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী।
বিএনপি'র মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে !! সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপি'কে বের হতে হবে।
আসিফ বলেন, শহীদ জিয়া'র বিএনপি ছিল সাধারন মানুষের পার্টি, এই দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এজন্যই বারবার দেশী বিদেশী ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।পতিত ফ্যাসিস্টের সাথে মার্চ করা ব্যবসায়ীরা এখন পলাতকদের অ্যাকাউন্টেন্ট। অর্থ্যাৎ চোরের মাসতুতে ভাই এখন বিএনপি'র ব্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপি'কে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক।
ভিওডি বাংলা/ এমপি
গোপালগঞ্জে হামলা ইস্যুতে যা বললেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় …

দেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় …

গোপালগঞ্জের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা : জাহেদ উর রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে …
