• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদুল্লাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি    ১৪ জুলাই ২০২৫, ১১:৫০ এ.এম.

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মামুন মিয়া (৩০) নামের এক ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। শুক্রবার (১১ জুলাই) বিকালে দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
হত্যার শিকার ফুয়াদ মিয়া মীরপুর গ্রামের আফজাল মাষ্টারের ছেলে ও খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।
 
স্থানীয় সুত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার সহোদর ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকী কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে আসলে মামুন মিয়া তার বুকের ছুরি দিয়ে আঘাত করে। এসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদ মিয়া মারা যায়। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনা স্থলে আটক করে পুলিশে সোর্পদ করেছে। খুনি মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় এলাকাবাসী।
 
এ ঘটনার সত্যতার স্বীকার করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম লাল চান। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন ফুয়াদ মিয়া।
 
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ  তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে আছেন তিনি। সেখানে মামুন মিয়ার নামের এক যুবককে আটক করা হয়।
 
ভিওডি বাংলা/ইমন মিয়া/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল