• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও ফ্রি গাছ বিতরণ কার্যক্রম শুরু

   ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘HELP DESK’ সারিয়াকান্দি শাখা। পুরো জুলাইজুড়ে চলবে এই ব্যতিক্রমী উদ্যোগ, যার আওতায় উপজেলার বিভিন্ন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং কবরস্থানে গাছ রোপণ ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হিন্দুকান্দি কবরস্থানে একটি বটবৃক্ষ রোপণের মাধ্যমে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। 

তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে সেটিকে যত্নসহকারে বড় করে তোলে, তাহলে আমরা একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো।"

HELP DESK-এর প্রতিষ্ঠাতা রুহুল আমিন উদার জানান, “সারিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় গাছ রোপণ ও ফ্রি গাছ বিতরণ করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও আলোচনাসভাও হবে।”

আজকের বৃক্ষরোপণ কার্যক্রমের গাছগুলো মোঃ ছালজার রহমানের ব্যক্তিগত অর্থায়নে ক্রয় করা হয় এবং উপজেলার বিভিন্ন সুবিধাজনক স্থানে সেগুলো রোপণ করা হয়। তিনি বলেন, “এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে।”

HELP DESK-এর অন্যতম সদস্য মো. শাহিন হোসেন বলেন, “HELP DESK কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সদস্যরা নিজস্ব সামর্থ্য অনুযায়ী ১০/২০ টাকা করে বিকাশের মাধ্যমে সহযোগিতা করে এই ধরনের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাকিব উল ইসলাম, রেজাউল, বিল্লাল, জাহিদ, ইসতিয়াক,সাদিক,মাহিদা,মানিক,হাবিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

HELP DESK এ প্রতিষ্ঠাতা সভাপতি জানিয়েছে, সারিয়াকান্দির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যেই সারিয়াকান্দির মানুষের মাঝে প্রশংসিত হয়েছে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক অনন্য ভূমিকা রাখছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক