• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

   ১৫ জুলাই ২০২৫, ০১:৫৮ পি.এম.
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে প্রতি কেজি চাল ১৫ টাকায় দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই কর্মসূচি ছয় মাস ধরে চালু থাকবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগস্ট থেকে ৩০ কেজি করে চাল পাবেন দেশের ৫৫ লাখ পরিবারের সদস্যরা। প্রতিকেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

সরকারি পরিকল্পনা অনুযায়ী—

  • আগস্ট থেকে নভেম্বর: টানা চার মাস চাল বিতরণ চলবে।
  • ডিসেম্বর ও জানুয়ারি: দুই মাস কর্মসূচি সাময়িক স্থগিত থাকবে।
  • ফেব্রুয়ারি ও মার্চ: আবারও চাল বিতরণ শুরু হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, –এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে খাদ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া।

চাল সরবরাহে কোনো ঘাটতি না হয় সেজন্য সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। সরকারি খাতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। বেসরকারি খাতে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাদ্য সহায়তা কর্মসূচি নিম্ন-আয়ের মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ আশ্বাস এবং বন্যা-পরবর্তী সময়ের খাদ্য সংকট মোকাবিলায় তা কার্যকর ভূমিকা রাখবে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
টিআইবি আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে