ইসলামে গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ


ফিচার ডেস্ক
গুজব মানে হচ্ছে—মিথ্যা ও ভিত্তিহীন কোনো সংবাদ ছড়িয়ে দেওয়া। ইসলাম সত্যের ধর্ম। এখানে মিথ্যার কোনো স্থান নেই। ইসলামে মিথ্যাবাদীদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। আর গুজব ছড়ানো মানেই মিথ্যা রটানো—যা এক মারাত্মক অপরাধ।
ইসলামের দৃষ্টিতে গুজব ও অপপ্রচার অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। গুজব অর্থ হলো—ভিত্তিহীন সংবাদ রটানো বা মিথ্যা ছড়িয়ে দেওয়া। এটি সামাজিক অস্থিরতা, বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম হাতিয়ার।
আল্লাহ তায়ালা গুজব ছড়ানোকে নিষিদ্ধ করেছেন এবং যারা অন্যায়ভাবে কারও সম্মানহানি করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দিয়েছেন।
‘যারা সৎ নারীকে ব্যভিচারের অপবাদ দেয় এবং তা প্রমাণে চারজন সাক্ষী আনতে ব্যর্থ হয়, তোমরা তাদের ৮০ বেত্রাঘাত করো। তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না। এরা সত্যিকার অর্থে ফাসিক। তবে যারা পরে তাওবা করে নিজেদের সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।’
(সুরা নূর: আয়াত ৪-৫)
গুজব ছড়ানো: মুনাফিকের বৈশিষ্ট্য
গুজব রটানো মুনাফিকদের কাজ। হাদিসে এসেছে—
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
– ‘মুনাফিকের তিনটি আলামত রয়েছে:
১. সে কথা বললে মিথ্যা বলে,
২. ওয়াদা করলে তা ভঙ্গ করে,
৩. আমানত রাখা হলে খিয়ানত করে।’
(সহীহ বুখারি, হাদিস: ২৬৮২)
মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে—এ কথা পবিত্র কোরআনেও বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়া যুগে গুজবের সয়লাব
বর্তমান যুগটি তথ্যপ্রযুক্তির। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ছে যেকোনো সংবাদ। মানুষ যাচাই-বাছাই না করে তা বিশ্বাস করছে ও শেয়ার করছে। অথচ একটি ভিত্তিহীন গুজব সমাজে বিশৃঙ্খলা, দাঙ্গা, এমনকি প্রাণহানির মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশেও বিভিন্ন সময় গুজবের কারণে গণপিটুনি, হত্যাকাণ্ডসহ সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অথচ ইসলাম আমাদের শেখায়—যেকোনো তথ্য যাচাই করে তবেই তা প্রচার করতে।
পবিত্র কোরআনের নির্দেশনা
আল্লাহ তায়ালা বলেন:
– ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তর—এই সবকিছুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’
(সুরা বনি ইসরাঈল: আয়াত ৩৬)
হাদিসের নির্দেশনা
রাসুল (সা.) বলেন:
– ‘সব শোনা কথা প্রচার করা একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’
(আবু দাউদ, হাদিস: ৪৯৯২)
মুমিনের দায়িত্ব
একজন সাচ্চা মুসলমানের দায়িত্ব হলো—কোনো গুজব শুনলে তা যাচাই না করে প্রচার না করা। বরং নিজে সচেতন থাকা এবং অন্যকেও সতর্ক করা। গুজব রটানো নয়, সত্য প্রকাশ ও ন্যায় প্রতিষ্ঠাই হওয়া উচিত আমাদের দায়িত্ব।
আল্লাহ বলেন: ‘তারা যদি তোমাদের সঙ্গে বের হতো, তাহলে বিশৃঙ্খলা ছাড়া কিছুই করত না এবং ফিতনা সৃষ্টির চেষ্টা করত।’
(সুরা তাওবা: আয়াত ৪৭)
মিথ্যা, গুজব ও অপপ্রচার শুধু ইসলাম বিরোধী নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। তাই আমাদের প্রত্যেককে গুজব রটানো থেকে বিরত থাকতে হবে। যাচাই ছাড়া কোনো কথা বিশ্বাস বা প্রচার করা যাবে না। গুজব ও মিথ্যা রটনাকারীদের পরিণতি ভয়াবহ।
আল্লাহ আমাদের সবাইকে গুজব ও অপপ্রচারের অভ্যাস থেকে রক্ষা করুন। সত্য ও সুন্দরের পথে চলার তাওফিক দান করুন। আমীন।
ভিওডি বাংলা/ডিআর