প্রাথমিক বাছাইয়ে আটকে গেল এনসিপি !


নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার কাগজপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে নতুন করে আরও কিছু নথিপত্র জমা দিতে হবে দলটিকে।
মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে আরও কিছু দলকে চিঠি দেওয়া হবে। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা ১৫ দিনের মধ্যে সংশোধন করতে হবে।”
এর আগে জুন মাসের শেষ দিকে এনসিপি ট্রাকে করে বিপুলসংখ্যক ডকুমেন্ট ইসিতে জমা দেয়। সেদিন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, “নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের যেসব শর্ত রয়েছে, সব শর্ত পূরণ করেই আমরা দরখাস্ত জমা দিয়েছি। প্রয়োজনীয় সব নথিপত্র আমরা সঙ্গে করে এনেছি।”
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য:
একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে।
অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানার ২০০ জন ভোটারের সমর্থনসহ তালিকা দিতে হবে।
দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, ইশতেহার, বিধিমালা (যদি থাকে), লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকা, ব্যাংক হিসাব ও সর্বশেষ স্থিতির কাগজপত্র জমা দিতে হবে।
নথিপত্র যাচাইবাছাইয়ের পর যেসব দল শর্ত পূরণ করবে, কেবল তারাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে। বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।
ভিওডি বাংলা/ এমএইচ
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দুই …

গোপালগঞ্জে হামলা: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতি ও গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির …

খুনিরা আবার মাথাচাড়া দিচ্ছে:সাকি
রংপুর প্রতিনিধি
শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের প্রধান …
