নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন


কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হওয়ার ১৩ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার, এলাকাবাসী এবং রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সোমবার (১৫জুলাই ) বিকালে কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদামের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিখোঁজ শামীমের দ্রুত সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, নেত্রকোণা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম শামীমের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং এ ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা শামীম হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে উদ্বিগ্ন। আমরা দ্রুত তার সন্ধান চাই।
এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কুষ্টিয়ার মিরপুরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় মিরপুরে জমির উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন …

দেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে : রুমী
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের …

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিদধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওলানা আজগর …
