সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমদ


নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই আন্দোলনকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনকৃত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে। যারা আন্দোলনের ইতিহাস কলঙ্কিত করছে, তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন দেখতে চান? জুলাই একদিনে আসেনি, এটি রক্তাক্ত সংগ্রামের ধারাবাহিক ফল। ১৭ বছর ধরে আন্দোলনের ধারায় গণঅভ্যুত্থান এলো।”
তিনি আরও জানান, “৫ মাস আগে (১২ ফেব্রুয়ারি) জুলাই ঘোষণাপত্র জমা দেওয়া হয়েছে। আমরা চাই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হোক এবং অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে এজন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।”
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “যে ধীরগতি দেখা যাচ্ছে, তাতে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ পাওয়া যাবে কি না সন্দেহ আছে। তবুও আমরা আশা করি সময় মতো তা সম্ভব হবে।”
ভিওডি বাংলা/ এমএইচ
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দুই …

গোপালগঞ্জে হামলা: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতি ও গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির …

খুনিরা আবার মাথাচাড়া দিচ্ছে:সাকি
রংপুর প্রতিনিধি
শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের প্রধান …
