• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাসে ইবি শিক্ষার্থীকে মারধর ও হেনস্থায় ইবি ছাত্রদলের নিন্দা

   ১৫ জুলাই ২০২৫, ১০:০৩ পি.এম.


ইবি প্রতিনিধি

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

মঙ্গলবার (১৫ জুলাই) আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন যৌথ বিবৃতিতে জানান , "একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এই বর্বর ও লজ্জাজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া নিয়ে কথা বলায় একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলা এবং প্রকাশ্যে হেনস্তা করার ঘটনা শুধু মানবিকতাবিরোধীই নয়, তা নারীর প্রতি চরম অসম্মানও বটে।"

তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে খুলনা-কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে সকল শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানায়।

বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে  শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায়  সর্বদা সোচ্চার এবং ভবিষ্যতেও থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
বাকৃবিতে জুলাই শহীদ দিবসে তিন শহীদ পরিবারকে স্মারক সম্মাননা
বাকৃবিতে জুলাই শহীদ দিবসে তিন শহীদ পরিবারকে স্মারক সম্মাননা
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেল ১৯ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেল ১৯ শিক্ষার্থী