• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ ওয়াসিম রাষ্ট্রীয় বৈষম্যের শিকার: নাছির

   ১৬ জুলাই ২০২৫, ০১:২৭ পি.এম.
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করছেন ছাত্রদল নেতা-কর্মীরা। ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

‘চলে আসুন ষোল শহরে’—এই আহ্বানের মধ্য দিয়ে রাষ্ট্রবিরোধী নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে গত বছর শহীদ হয়েছিলেন কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সেই শহীদ ওয়াসিমই এখন রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছেন। 

বুধবার (১৬ জুলাই) তার প্রথম শাহাদাৎবার্ষিকীতে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

বুধবার সকালে শহীদ ওয়াসিম আকরামের নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়ায় তার কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন ছাত্রদল নেতারা।

ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি প্রতিনিধিদল এই সফরে অংশ নেয়। উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। কক্সবাজার জেলা ও উপজেলার ছাত্রদল নেতারাও এতে যোগ দেন।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির বলেন, ওয়াসিম আকরামের 'চলে আসুন ষোল শহরে' আহ্বান ছিল রাষ্ট্রীয় বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তার আত্মত্যাগ কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অংশ।

তিনি বলেন, –দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়া অনেকের নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনও নেই। বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্নে ওয়াসিম শহীদ হয়েছিলেন, সেই বৈষম্য আজো রয়ে গেছে।

নাছির অভিযোগ করেন, –ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ একটি গুপ্ত সংগঠন, যারা বর্তমানে বিভ্রান্তিকর প্রচারে সক্রিয়, তারা কখনো আন্দোলনের নেতৃত্ব দেয়নি। তাদের প্রোপাগান্ডার কারণেই শহীদ ওয়াসিমকে নিয়ে আজও নিরবতা ও অবমূল্যায়ন চলছে।

আজ বিকfল ৩টায় চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানের দক্ষিণ পাশের রাস্তায় শহীদ ওয়াসিমসহ সকল শহীদের স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
ব্লকেড সরিয়ে সড়কের একপাশে অবস্থান নিন: নাহিদ
ব্লকেড সরিয়ে সড়কের একপাশে অবস্থান নিন: নাহিদ
শহীদের রক্তের দাগ না শুকাতেই রাজনীতিতে বিভাজন: সাইফুল হক
শহীদের রক্তের দাগ না শুকাতেই রাজনীতিতে বিভাজন: সাইফুল হক