সরকারকে শিবির সভাপতির হুঁশিয়ারি


কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই গণহত্যার বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে ছাত্র শিবিরের “জুলাই দ্রোহ” বর্ণাঢ্য মিছিল হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদী মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
`জুলাই দ্রোহ’ শীর্ষক এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি হাসান আল মামুন বলেন, “জুলাই সনদ ও গণহত্যার বিচার শুধু অতীতের দায়বদ্ধতা নয় এটি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবিলম্বে এর বিচার বাস্তবায়ন করতে হবে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন জরুরি। কারণ, ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি মাথাচাড়া দিচ্ছে এই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী যে সরকার হয়েছে তা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। আপনাদেরকে আরেম আয়েশের জন্য ক্ষমতায় বসানো হয়নি। ১ বছর অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত জুলাই সনদপত্র দেওয়া হয়নি। আমরা আশা করছি ছত্রিশে জুলাইয়ের মধ্যে সনদ পত্র ঘোষনা করবেন। এখনও আহত যোদ্ধাদের চিকিৎসা ভালোভাবে হচ্ছে না। এখনও অনেক জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে।
দেশপ্রেম নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয় লন্ডনও নয়। আমাদের শিকড় ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন বাংলাদেশেই। বর্তমানে একটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি। এ অপসংস্কৃতি এখনই বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, দায়বদ্ধ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৪ এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'২৪ বাঁশখালী জোন …

তিস্তা সেতু নামে হরিপুর-চিলমারী সেতুর নামকরণ চায় গাইবান্ধাবাসী
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুৃর-চিলমারী তিস্তা সেতুর নামকরণ এই …

নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভ কর্মসূচী
টাঙ্গাইল প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল …
