• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

   ১৬ জুলাই ২০২৫, ০২:১৭ পি.এম.
এনসিপির সমাবেশ মঞ্চে হামলা। ছবি : সংগৃহীত

গোপলগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলটির সমাবেশ মঞ্চে হামলা চালানো হয়। এর আগে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ইউএনওর গাড়ি বহরেও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বেলা ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চে হামলা চালানো হয়। হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, –জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কর্মসূচি ভণ্ডুল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দেয়।

এর আগে সকালেই সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একইসঙ্গে সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, –সড়কে গাছ ফেলে অবরোধ করার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেসময় আমার গাড়ি বহরে হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় যুক্ত ছিল। তারা পুলিশের ওপর হামলার পর আমার বহরের দিকেও তাণ্ডব চালায়।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নামে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করে দলটি। মঙ্গলবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির দাবি, তারা রাষ্ট্রীয় বৈষম্য, দমন-পীড়ন এবং রাজনৈতিক গণতন্ত্রবিরোধী অবস্থানের প্রতিবাদে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে দেশের একাধিক জেলায় শান্তিপূর্ণভাবে একই ধরনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
ব্লকেড সরিয়ে সড়কের একপাশে অবস্থান নিন: নাহিদ
ব্লকেড সরিয়ে সড়কের একপাশে অবস্থান নিন: নাহিদ
শহীদের রক্তের দাগ না শুকাতেই রাজনীতিতে বিভাজন: সাইফুল হক
শহীদের রক্তের দাগ না শুকাতেই রাজনীতিতে বিভাজন: সাইফুল হক