• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম

   ১৬ জুলাই ২০২৫, ০২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম। এ নিয়ে গত ৪৫ দিনের মধ্যে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য বাড়াল দেশটির কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসলামাবাদের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (OGRA)-এর সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে এই বর্ধিত দাম। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীন নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগ্রা)-এর পরামর্শ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ‍বিজ্ঞপ্তিতে।

নতুন দাম নির্ধারণের পর বুধবার থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ১৫ রুপিতে এবং প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ২৮৪ দশমিক ৩৫ লিটার।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিন পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তারপর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ সাপেক্ষে পেট্রোল-ডিজেলের নতুন দাম নির্ধারণ করবে সরকার।

প্রসঙ্গত, এই নিয়ে গত ৪৫ দিনে টানা তৃতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয়সহ সবধরনের পণ্যের দাম বেড়ে যায় এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় নিম্ন ও সীমিত আয়ের লোকজন।

সূত্র : জিও নিউজ


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী
নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী
পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান: ব্লিঙ্কেন
পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি