• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী

   ১৬ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
ইমরান খান ও তার প্রাক্তন স্ত্রী রেহাম খান ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ (Pakistan Republic Party) প্রতিষ্ঠা করেছেন।মঙ্গলবার (১৫ জুলাই) করাচির প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নাম ঘোষণা করেন তিনি।

রেহাম খান বলেন, এই দলের মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি আরও জানান, পাকিস্তানের নারী ও কৃষকদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে দলের কাজ এগিয়ে যাবে।

“পুরো পাকিস্তান আমার সংবিধান,” বলেন রেহাম খান। “আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক স্বার্থ নয়, বরং দেশের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণকে সত্যিকারের প্রতিনিধিত্ব দেওয়া।”

সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) থেকে রেহাম খান দেশের মানুষের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই দল আপনার। দলের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন, আসুন পাকিস্তান রিপাবলিক পার্টির পতাকাতলে সমবেত হই এবং দেশের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করি।”

রেহাম নেয়ার খান ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাফা শহরে জন্মগ্রহণ করেন। তিনি পশতুন ভাষাভাষী পাঠান জাতিগোষ্ঠীর সদস্য। তার বাবা নেয়ার রমজান খান চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান ছিলেন খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও হাইকোর্ট বিচারক।

১৯৯২ সালে তিনি চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাদের তিন সন্তান রয়েছে। পরে বিচ্ছেদ হয়। সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করার মধ্য দিয়ে ২০১৫ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তার পরিচয় হয় এবং জানুয়ারিতে তারা বিয়ে করেন। তবে দশ মাসের বেশি টেকেনি তাদের বিয়ে। ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম
পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম
পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান: ব্লিঙ্কেন
পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি