• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বাংলা ব্লকেড’ ঘোষণা করল যুবশক্তি

   ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৭ পি.এম.
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে চলছে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে হামলা ও দলের শীর্ষ নেতাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি।

বুধবার (১৬ জুলাই) বিকালে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ বিষয়টি ভিওডি বাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পদ যাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।

আসাদুল্লাহ আরও বলেন, গোপালগঞ্জে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলাটিকে পতিত স্বৈরাচারের প্রতীক হিসেবে চিহ্নিত করতে চাইছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা দফায় দফায় হামলা করেছে। এ হামলা কেবল এনসিপি নয়, সমগ্র বাংলাদেশের শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। এরই প্রতিবাদে আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছি।

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধ-চব্বিশ বিক্রি করে কিছু দল আখের গোছাতে চায়: আমির খসরু
মুক্তিযুদ্ধ-চব্বিশ বিক্রি করে কিছু দল আখের গোছাতে চায়: আমির খসরু
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে : রিজভী
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে : রিজভী
নির্বাচনকে ঘিরে কিছু দল স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : আমিনুল হক
নির্বাচনকে ঘিরে কিছু দল স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : আমিনুল হক