এনসিপি’র কর্মসূচিতে হামলায় ১২ দলীয় জোটের নিন্দা


নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট। জোট নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোট নেতারা বলেন, –‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিষিদ্ধ ছাত্রলীগ ও সন্ত্রাসীরা আবারও দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গোপালগঞ্জে এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও বিপজ্জনক।’
তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। এসব অপতৎপরতা কঠোর হাতে দমন করা না গেলে গণতন্ত্র আবার হুমকির মুখে পড়বে।
বিবৃতিতে জোট নেতারা নিরাপত্তা বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন—‘দেশবাসীর জানমাল রক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তারা বলেন, ‘৫ আগস্টের পরবর্তী সময়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় ও লক্ষ্যনির্দিষ্ট করতে হবে। একে অপরের বিরুদ্ধে অহেতুক বক্তব্য ও কাদা ছোড়াছুড়ি চলতে থাকলে গণতন্ত্রের পুনর্গঠনের লড়াই দুর্বল হয়ে পড়বে।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।
ভিওডি বাংলা/ডিআর
বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, …

বিভেদ তৈরি করতে চাই না-সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি …

শহীদরা জানতেন না, তাদের আত্মত্যাগ ক্ষমতালোভীদের হাতিয়ার হবে : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন …
