ফুলবাড়ীতে ফুল সংস্থার শিক্ষাবৃত্তি সনদপত্র ও অর্থপ্রদান


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা ও মেধা বিকাশের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৪ সনদপত্র ও অর্থপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুরে কুড়িগ্রামরের ফুলবাড়ী উপজেলার ইসলামী ফাউন্ডেশন সভা কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগি মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪২ টি স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়েছে।
ফুল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাদের-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিকসহ আরো অনেক। শিক্ষার্থী, অভিভাবক, ৪২ টি স্কুলের শিক্ষক মহোদয় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, শুধু ভালো রেজাল্ট নয় ভবিষ্যতে ভালো মানুষও হতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাত থেকে শিক্ষার্থীরা সনদপত্র ও বৃত্তির নগদ অর্থ গ্রহণ করে। এই সুন্দর আয়োজন সকল শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা যোগাবে এবং ভালো মানুষ হতে পথ দেখাবে এই অভিব্যক্ত করেন অভিভাবকরা।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৪ এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'২৪ বাঁশখালী জোন …

তিস্তা সেতু নামে হরিপুর-চিলমারী সেতুর নামকরণ চায় গাইবান্ধাবাসী
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুৃর-চিলমারী তিস্তা সেতুর নামকরণ এই …

নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভ কর্মসূচী
টাঙ্গাইল প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল …
