মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি


ইবি প্রতিনিধি
গোপালগঞ্জে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় । মিছিল টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে সমবেত হয়।এসময় তারা মহাসড়ক অবরোধ করে।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস.এম. সুইট'র নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সহ সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, সাজ্জাদ শেখ, চয়ন, ইসমাইল হোসাইন রাহাত সহ প্রায় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিছিলে তাদের 'কন্ঠে আবার লাগা জোর, মুজিববাদের কবর খোড়', 'ওয়ান, টু, থ্রি, চোর মুজিব বাদ নো মোর', 'নাহিদ ভাই আহত কেন, ইন্টেরিম জবাব চাই', ওয়াসিম, সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম চলছে, চলবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে যেভাবে জুলাই গণঅভ্যুত্থান একটি শক্তিকে পরাজিত করেছিলাম সেভাবে আমাদের আবারও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। স্বৈরাচার ফিরে এলে সবাইকে বিনাশ করতে বিন্দুমাত্র ভাববে না। আওয়ামী প্রীতির জন্যই আজ গোপালগঞ্জে এই ঘটনা ঘটেছে। একবছর পরেও নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের এসপি ও ডিসি প্রত্যাহার করতে হবে অতিদ্রুত। গোটা বাংলাদেশে ছাড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাসিবাদের নেতাকর্মীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। ইন্টিরিমকে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। গোপালগঞ্জের ঘটনায় মবের মধ্যে পুলিশের নিষ্ক্রিয়তায় বুঝা যায় ইন্টিরিম যদি পুলিশি ব্যবস্থা সংস্কার না করে তাহলে দেশে অচিরে গৃহযুদ্ধ লাগে যেতে পারে। অতিদ্রুত পুলিশ ব্যবস্থা সংস্কার করতে হবে।
উল্লেখ্য, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ সমাবেশ করেন। সমাবেশ শেষে এনসিপি নেতাদের ওপর হামলা করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ
গ্রীন ভয়েস ইবি শাখার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি পালিত
ইবি প্রতিনিধি
পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) …

জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
ইবি প্রতিনিধি
জুলাই শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি …

গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে …
