এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ‘ব্লকেড’


জাবি প্রতিনিধি
গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) শিক্ষার্থীরা। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১ ঘন্টা এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়। ব্লকেড চলে বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত।
এসময় ' আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' আমার ভাইয়ের সমাবেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই' মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ' আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও' মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না' আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামীলীগের দোসর ও ছাত্রলীগ কতৃক এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে ও শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে আমাদের এ ব্লকেড কর্মসূচি। এই হামলার বিচার নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী, পুলিশ সেখানে নিরব ভূমিকা পালন করেছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ
গ্রীন ভয়েস ইবি শাখার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি পালিত
ইবি প্রতিনিধি
পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) …

জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
ইবি প্রতিনিধি
জুলাই শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি …

গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে …
