ফ্যাসিবাদের মসনদে প্রথম পেরেক মেরেছিল আবু সাইদ:শিমুল বিশ্বাস


পাবনা প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গত বছরের আজকের এইদিনে (১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদ নিজের জীবন দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক মেরেছিল। পুরো দেশের মানুষ ফুলেফেঁপে উঠেছিল। দেশের পরিস্থিতি মুহুর্তেই পাল্টে যায়।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। এই দেশের মানুষ আর ভারতের তাঁবেদার করতে চায় না। দেশ এখন মুক্ত স্বাদ গ্রহণ করছে। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দিয়ে দেশকে উন্নন শিখড়ে পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন, তারই স্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দুখী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে।
শিমুল বিশ্বাস বলেন, কালোমেঘ নিরসন করে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে দলমত সবাইকে আহবান জানাচ্ছি। যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করতে চেয়েছিলেন, ঐক্যের প্রতিক হিসেবে এক কাতারে আসার আহবান জানাই। আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
বিএনপি থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জামিল তুহিন কে পাবনা-৩ আসনে প্রাথমিকভাবে মনোনীত করায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে সাধারণ মানুষের জন্য কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা.আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সহ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ
ফরিদপুরে এনসিপির পথসভা ঘিরে সতর্ক অবস্থানে ছাত্রদল
ফরিদপুর প্রতিনিধি
এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা …

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র …

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওএমএস ডিলার নিয়োগ
রাজশাহী ব্যুরো
রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মাইন উদ্দিন …
