ইসরায়েল ইরানকে মোকাবিলা করতে অক্ষম: আয়াতুল্লাহ খামেনি


আন্তর্জাতিক ডেস্ক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়্যিদ আলী খামেনি বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে অপমানজনক পরাজয় বুঝতে পেরে ইসরায়েল দ্রুত যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে। তিনি বলেন, একা ইরানকে মোকাবিলা করতে অক্ষম হয়ে ইসরায়েল আমেরিকাকে যুদ্ধাঙ্গিনায় টেনে এনেছে।
বুধবার (১৬ জুলাই) তেহরানে ইমাম খোমেইনি (রহ.) হুসাইনিয়ায় বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেইসহ শীর্ষ বিচার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
খামেনি বলেন, ‘সাম্প্রতিক আগ্রাসনের সময় এমনকি ইরানের রাজনৈতিক ভিন্নমতাবলম্বীরাও দেশের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতীয় ঐক্য আমাদের প্রকৃত শক্তি।’
তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে আমেরিকা ছিল ইসরায়েলের অপরাধের সরাসরি সহযোগী। এ অপরাধের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
খামেনি জানান, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পরেই ইসরায়েল উপলব্ধি করে তারা একা এই যুদ্ধে টিকতে পারবে না। তাই যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সহযোগিতা চেয়ে তারা সাহায্যের হাত বাড়ায়।
তিনি বলেন, ‘আল্লাহ তাআলা ইরানি জাতিকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে সেই ভবিষ্যৎ অর্জনে জাতীয় ঐক্য ও দৃঢ় সংকল্প অপরিহার্য।’
জাতির মনোবল ও প্রস্তুতির ওপর আলোকপাত করে খামেনি বলেন, ‘ইরানি জাতি কখনো কোনো যুদ্ধে দুর্বল পক্ষ হিসেবে হাজির হয়নি। আমাদের কাছে যুক্তিও আছে, শক্তিও আছে, প্রয়োজনীয় সকল উপকরণও আছে।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর ইচ্ছায়, আমরা কূটনৈতিক ও সামরিক—উভয় ময়দানে শক্ত অবস্থানে প্রবেশ করব।’
বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের প্রতি আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। জনগণের আস্থা অর্জনে আন্তরিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করুন।’
ভিওডি বাংলা/ডিআর
গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল …

সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার সোয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর ওপর সিরীয় বাহিনী হামলা …

এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের মেয়র …
