সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ভুয়া চিকিৎসকে কারাদণ্ড


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে ফার্মেসি পরিচালনার অভিযোগে মোঃ হারুনুর রশিদ হারুন নামের এক সাংবাদিককে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘উত্তরণ ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত রহমান ও ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হারুন দীর্ঘদিন ধরে নিজেকে “ডাঃ মোঃ হারুনুর রশিদ হারুন” পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং যমুনা প্যারামেডিক্যাল নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছিলেন। অথচ, তাঁর নামে কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি নেই এবং তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)–এর রেজিস্ট্রেশনপ্রাপ্ত নন।
এছাড়াও, উত্তরণ ফার্মেসির লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন না করায় প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এসব অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ২৯ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। তিনি বলেন—
“চিকিৎসা একটি অতি গুরুত্বপূর্ণ ও মানবিক পেশা। এই পেশায় ভুয়া পরিচয়ে কিংবা লাইসেন্সবিহীনভাবে কেউ কাজ করলে মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের মাধ্যমে সারিয়াকান্দি এলাকায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁরা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সারিয়াকান্দি উপজেলা থেকে সব ভুয়া চিকিৎসক ও অবৈধ ফার্মেসি উচ্ছেদের দাবি জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা
রাজশাহী ব্যুরো
রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় …

কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে …

মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
মাদারীপুর প্রতিনিধি
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদারীপুরে …
