আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওএমএস ডিলার নিয়োগ


রাজশাহী ব্যুরো
রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মাইন উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে নতুন করে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগ দিয়েছেন। এ নিয়ে অনৈতিক সুবিধা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন আগের ডিলাররা।
অভিযোগ রয়েছে, নতুন ডিলারদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাদের কাছ থেকে উপঢৌকন নেওয়া হয়েছে। অথচ রাজশাহী বিভাগের অন্য কোনো জেলায় পুরনো ডিলারদের বাদ দেওয়া হয়নি।
এর আগে পুরনো ৩০ জন ডিলারের নিয়োগ বাতিল করায় তারা উচ্চ আদালতে রিট করেন। আদালত রুল জারি করে তাদের মেয়াদ শেষে পর্যন্ত ওএমএস কার্যক্রম চালিয়ে যেতে বলেন। সে অনুযায়ী তারা গত ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। কিন্তু এর পরদিনই আরসি ফুড নতুন ৩০ জনকে নিয়োগ দেন।
পুরনো ডিলাররা অভিযোগ করেছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই তারা লাইসেন্স নবায়নের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। বরং নতুন নিয়োগের জন্য তড়িঘড়ি করা হয়েছে। তারা বলছেন, কোনো অনিয়ম ছাড়াই সবাইকে বাদ দেওয়া এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত নিয়োগ না দেওয়া—এটাই নিয়ম।
নগরের সাবেক ডিলার আজিজুল ইসলাম বলেন, ‘রিট চলমান অবস্থায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। কেন নবায়ন হয়নি, তার কোনো ব্যাখ্যা নেই। আমরা শুনছি, মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আরেকজন সাবেক ডিলার আব্বাস আলী বলেন, ‘বিভাগের অন্য জেলাগুলোতে পুরনো ডিলাররাই আছেন। শুধু রাজশাহীতেই সবাইকে একসঙ্গে বাদ দেওয়া হয়েছে।’
রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক বলেন, ‘যেহেতু নতুন নিয়োগ কার্যক্রম চলছিল, তাই লাইসেন্স নবায়ন করা হয়নি। কেউ আপত্তি করলে আদালতে যেতে পারেন। এ বিষয়ে আরসি ফুড মাইন উদ্দিন বর্তমানে ফ্রান্সে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পুরনো ডিলাররা এই অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন এবং নিয়োগ বাতিল করে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ
কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূক্তি, অপপ্রচার …

ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা
রাজশাহী ব্যুরো
রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় …

কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে …
