শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলো বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক
অলিখিত ফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কান মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সিরিজ জয়ের পরদিনই দুপুরে দেশে ফিরেছেন টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ছিল কার্যত নির্ধারণী। বুধবার (১৬ জুলাই) কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশের কোনো জাতীয় পুরুষ ক্রিকেট দল এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের কোনো সিরিজ জিতলো—যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাতীয় দলের সদস্যরা। দলের সঙ্গে ছিলেন কোচিং স্টাফসহ সকল সাপোর্ট স্টাফরাও।
তবে এ বিজয়ের পর বিশ্রামের বেশি সময় পাচ্ছে না দল। আগামীকাল (১৮ জুলাই) থেকেই পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই—মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ভিওডি বাংলা/ডিআর
বাংলাদেশ সম্পর্কে যা বললেন পাকিস্তান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে …

শ্রেষ্ঠত্ব হারাল রংপুর
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি ফ্রাঞ্চাইজিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে …

নেপালের বিপক্ষে হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ …
