ইস্যুতে
গোপালগঞ্জে হামলার তথ্য ছিল, মাত্রা জানা ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় গোপালগঞ্জে সংঘটিত হামলা ও সহিংসতা সম্পর্কে গোয়েন্দা সংস্থার কাছে আগাম তথ্য ছিল—তবে তা কতটা ভয়াবহ রূপ নিতে পারে, সেই মাত্রা সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, –গোপালগঞ্জে যে এমন কিছু ঘটতে পারে, সে বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। কিন্তু এই মাত্রার সহিংসতা হবে, তা তারা ধারণা করতে পারেনি।
গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। এনসিপির দাবি, এই হামলার পেছনে রয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অংশের সক্রিয় মদদ।
সাংবাদিকরা যখন প্রশ্ন তোলেন যে এনসিপির অভিযোগ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কি না, জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, –এ নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন। যার যেটা মনে হবে, সে সেটা বলবে। আমরা নিজেদের দিক থেকে ব্যবস্থা নিচ্ছি।
ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, –আমরা গতকালই (বুধবার) বিভিন্ন নির্দেশনা দিয়েছি। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, –যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এনসিপির গোপালগঞ্জ কর্মসূচিতে পূর্বপরিকল্পিত হামলা হয়েছে বলে দাবি করে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, এর পেছনে সরকারি মদদ ছিল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।
গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট জমা
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন …

নিবন্ধন হারাল ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা: ইসি
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯৬টি দেশি …

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী …
