প্রেম করছেন সৃজিত-সুস্মিতা? জল্পনায় সরগরম টলিউড


বিনোদন ডেস্ক
ওড়িশার পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিন শতাব্দী পেরিয়ে আসা তিনটি প্রেমকাহিনি নিয়ে নির্মিত এই ছবির শুটিং যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে আরও একটি ‘প্রেমের গল্প’। আলোচনা, পরিচালক সৃজিত এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের বিশেষ সম্পর্ক নিয়ে।
ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির কাজ করতে গিয়েই সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জানা গেছে, সুস্মিতা ‘মার্ক্স ইন কলকাতা’ নাটক দেখতে গিয়ে সৃজিতের কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে একাধিক বাংলা ছবির প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি, পরিচালকের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও সুস্মিতার সখ্য গড়ে উঠেছে বলে খবর।
তবে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছে একটি ছবি। সম্প্রতি পুরীর সমুদ্র সৈকতে সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা। ক্যাপশনে লেখেন, "স্যার চোখের মধ্যে।" ছবিটিতে সৃজিত নিজেই লাভ রিয়্যাক্ট দিয়েছেন, যা ভক্ত ও নেটিজেনদের নানা মন্তব্যের জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি নিছক বন্ধুত্ব, কেউ আবার ভাবছেন, এ সম্পর্ক অনেক দূর এগিয়েছে।
সৃজিত ও সুস্মিতা এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে পরিচালকের এক ঘনিষ্ঠ ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, “দুজনের বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টি বিশেষ বন্ধুত্বের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে।”
এদিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে 'বিনোদিনী' চরিত্রে, যিশু সেনগুপ্ত থাকছেন ‘নিত্যানন্দ প্রভু’র ভূমিকায়, আর গিরীশচন্দ্র ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। দীর্ঘ ছয় বছর ধরে ভাবনায় থাকা এই ছবিটি চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ভিওডি বাংলা/ এমএইচ
কবরীর জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব
বিনোদন রিপোর্ট
ষাট ও সত্তর দশকের নায়িকা মিষ্টি মেয়ে খ্যাত কবরীর …

উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম …

মহাবিশ্ব সাক্ষী রইল: নুসরাত
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের দক্ষতা …
