• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

   ১৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন।

রায় ঘোষণার সময় ৭ জন আসামী উপস্থিত থাকলেও বাকি ৬ জন পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা ও নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, আসামিদের সাথে নিহত সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসী থেকে ঔষধ আনতে গেলে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে।

তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়। 

এর আগে ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শহর আলী একেই বছরের ২১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
নাগরপুরে এসএসসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
নাগরপুরে এসএসসি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান