শহীদ আবু সাঈদের মাকে কটূক্তি, পুলিশ সদস্য প্রত্যাহার


পিরোজপুর প্রতিনিধি
২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি রবিউল ইসলাম।
জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এসময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক বলেন, শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি এবং এসপি সাহেবকে অবগত করি। তার মতো অনেকেই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার ব্যাপারে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমপি
কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূক্তি, অপপ্রচার …

ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা
রাজশাহী ব্যুরো
রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় …

কুমারখালীতে জমি দখলে নিতে বাড়িঘরে হামলার অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে …
