• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট জমা

   ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মামলাগুলোর মধ্যে ১২টি মামলায় চার্জশিট দায়ের করেছে পুলিশ। এসব মামলার মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা এবং ৯টি অন্যান্য ধারার মামলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হত্যার ৩টি মামলাই শেরপুর জেলার, অন্যদিকে ৯টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২টি মামলা।

মামলার যথাযথ তদন্ত ও দ্রুত বিচারের লক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তৎপর রয়েছেন। এ ছাড়া রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলমান: উপদেষ্টা আদিলুর
ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলমান: উপদেষ্টা আদিলুর
চট্টগ্রাম জশনের জুলুসে লাখো জনতার ঢল
চট্টগ্রাম জশনের জুলুসে লাখো জনতার ঢল
তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা
তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা