• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত

   ১৭ জুলাই ২০২৫, ০৯:০৭ পি.এম.
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। খবর বিবিসি বাংলা 

এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অঞ্চলে যে কোনো ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’ গোপালগঞ্জের ঘটনা নিয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

রণধীর জয়সওয়ার দাবি করেন, বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সাংবাদিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে।

গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগে পড়তে হয়।

এই বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি। যেমন, ভ্রমণ, চিকিৎসার জরুরি প্রয়োজনে, শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। আমরা উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান করছি।

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সঠিক সংখ্যাটি আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোতে হামলা না করার পরামর্শ ট্রাম্পের
মস্কোতে হামলা না করার পরামর্শ ট্রাম্পের
নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী
নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী
পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম
পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম