প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান চৌধুরী


নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবে।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা , স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকাকে আধুনিক এলাকা হিসাবে পরিনত করা হবে।
বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবরুল হোসেন বাবরুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম।
আরও উপস্থিত ছিলেন জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল, মুরশেদ আহমদ, শাকিল আহমদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ
সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে …

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়া প্রতিনিধি
জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা …

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
দক্ষিণ আফ্রিকায় বিল্লাল সিকদার (৩৮) নামের এক প্রবাসী …
