• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই হানাহানি দেশটাকে কোথায় নিয়ে যাবে: রনি

   ১৮ জুলাই ২০২৫, ১২:২৮ পি.এম.
গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, -তাদের এ যাত্রা ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সভা ভেঙে দিয়েছে, এনসিপি নেতারা পালাতে বাধ্য হয়েছেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, -দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা লোকদেরও ভয়ে দৌঁড়াতে দেখা গেছে, পুলিশের কাছেও আশ্রয় নিয়েছে তারা, কিন্তু পুলিশও রক্ষা করতে পারেনি।

১৬ জুলাইয়ের প্রসঙ্গ টেনে রনি বলেন, -গত বছর এই দিনটি ছিল বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এদিন অনুষ্ঠান না করে উসকানিমূলক কাজ করাটা অনাকাঙ্ক্ষিত। এনসিপির এ যাত্রা প্রয়োজন ছিল না। বরং এতে আওয়ামী লীগের শক্তি ও সাহস বেড়েছে।

তিনি সতর্ক করে বলেন, এই রাজনৈতিক হানাহানি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, তা নিয়ে এখনই ভাবা উচিত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
“মজলুম থেকে জালিম হইয়েন না”— যুব উপদেষ্টার বার্তা
“মজলুম থেকে জালিম হইয়েন না”— যুব উপদেষ্টার বার্তা
হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
নীলা ইসরাফিল হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’