• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কঠিন লড়াই আসছে, প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম

   ১৮ জুলাই ২০২৫, ০২:৫৩ পি.এম.
মুন্সিগঞ্জের সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ‘কঠিন লড়াই’ বলে আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) মুন্সিগঞ্জে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, -গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা হয়তো আরও জেলায় হামলা চালাতে পারে। তবে দমন করা যাবে না।

তিনি জানান, নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে মুন্সিগঞ্জবাসীর পাশে চান এনসিপি। জনগণকে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, -ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং নদী ভাঙন, বালু দখলসহ স্থানীয় অনিয়মের বিরুদ্ধে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় এনসিপির নেতা সারজিস বলেন, -দেশ এখনো স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে সত্যিকারের স্বাধীনতা সম্ভব নয়। দেশের বাইরে বসে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের বিচার করতে হবে। হাসিনার মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত: মির্জা আব্বাস
শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত: মির্জা আব্বাস
সমাবেশের দিন জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইলো জামায়াত
সমাবেশের দিন জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইলো জামায়াত
জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক বার্তা জামায়াতের
জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক বার্তা জামায়াতের