• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমাবেশে লোক আনার জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত

   ১৮ জুলাই ২০২৫, ০৩:০১ পি.এম.
সমাবেশে লোক আনার জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১৯ জুলাইয়ের মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীদের আনতে তিনটি বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রেল কর্তৃপক্ষ ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের শর্তে ট্রেন বরাদ্দ দিয়েছে।

বরাদ্দকৃত ট্রেন তিনটি চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে। রাজশাহী থেকে একটি ট্রেন ১৮ জুলাই দিবাগত রাত ১টায় ছেড়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে, এবং ১৯ জুলাই রাত ৮টায় ফিরে যাবে। একইভাবে সিরাজগঞ্জ রুটে ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে এবং রাত ১১টা ৫৫ মিনিটে ফিরে যাবে। ময়মনসিংহ রুটের ট্রেনও অনুমোদন পেয়েছে।

রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজশাহী রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেসের রেক দিয়ে এই ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদিত হয়, যেহেতু ওইদিন ট্রেনটির সাপ্তাহিক বন্ধ।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, শনিবারের সমাবেশকে কেন্দ্র করে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং এতে কয়েক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতি ছাড়া রাজনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ হবে না: ইউনুস আহমদ
পিআর পদ্ধতি ছাড়া রাজনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ হবে না: ইউনুস আহমদ
ফ্যাসিস্ট তৈরির নির্বাচন নয়, চাই পিআর পদ্ধতি: পীর সাহেব চরমোনাই
ফ্যাসিস্ট তৈরির নির্বাচন নয়, চাই পিআর পদ্ধতি: পীর সাহেব চরমোনাই
মুজিববাদ হাসিনাবাদ আওয়ামীবাদ সকল “বাদ” বাতিল - জাগপা
মুজিববাদ হাসিনাবাদ আওয়ামীবাদ সকল “বাদ” বাতিল - জাগপা