জুলাই আন্দোলন হাসিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল: নাছির


নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ১৮ জুলাইকে একটি “ঐতিহাসিক দিন” হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই দিন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শেখ হাসিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গত বছর ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারকীয় হামলা চালানো হয়েছিল, তার পরদিন ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে অনেকে শহীদ হন।
তিনি লেখেন, –তখন অনেকে ভেবেছিল আন্দোলন স্তিমিত হয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল। শিক্ষকদের হুমকি ছিল, খাবার, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। ফাঁকা ক্যাম্পাসে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে হতাশা ছিল। কিন্তু ১৮ জুলাই সেই হতাশা দূর করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দুর্বার প্রতিরোধে ঢাকার রামপুরা, বাড্ডা, বসুন্ধরা হয়ে আন্দোলন রাজপথে ছড়িয়ে পড়ে।
নাছির বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ দৃপ্ত পদচারণায় মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়, যা রাজপথে প্রতিবাদে রূপ নেয়। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরাও শহরের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালান।
তিনি বলেন, –শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, বিজিবি একত্রিত হয়েও মাদ্রাসা শিক্ষার্থীদের ঠেকাতে পারেনি। মৃত্যুভয়কে উপেক্ষা করে তারা ১৮ জুলাই থেকে রাজপথে অবস্থান নেয়। তারা রাজপথ দখলে না নিলে গণঅভ্যুত্থানের গতি ভিন্ন হতে পারত। বিজয়ের ইতিহাস অনেক বিলম্বিত হতো।
নাছিরের ভাষায়, ১৮ জুলাই ছিল এক ‘বিপ্লবের দিন’, যেদিন ছাত্রজনতা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াইকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
ভিওডি বাংলা/ডিআর
গোপালগঞ্জের বহু মানুষ আ'লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন: মাহফুজ
ভিওডি বাংলা ডেস্ক
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে …

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) একটি আঞ্চলিক অফিস …

এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন …
