• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক বার্তা জামায়াতের

   ১৮ জুলাই ২০২৫, ০৫:১১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীমুখী হচ্ছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো নেতাকর্মী। এই সমাবেশ সফল করতে মাঠপর্যায়ের কর্মীদের জন্য সতর্কতা ও করণীয় নির্দেশনা দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে সমাবেশস্থল পরিদর্শন করে জামায়াত নেতারা জানিয়েছেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি জাতীয় প্রয়াস। তাই শৃঙ্খলা, ধৈর্য ও সতর্কতার সাথে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

নির্দেশনায় যাত্রাপথে খেজুর, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জায়নামাজ, অতিরিক্ত পোশাক, টিস্যু, ব্রাশ/মিসওয়াক, আইডি কার্ড এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

নিরাপত্তার দিকেও জোর দিয়েছে জামায়াত। দলীয় নেতাদের পরামর্শ—ব্যক্তিগত তথ্য যেমন গাড়ির নম্বর, চালকের নাম্বার ও দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম-ঠিকানা কাগজে লিখে রাখতে হবে। নগরে অচেনা পরিবেশে সতর্ক থাকতে হবে, ব্যাগ ও মোবাইল নিজের কাছে রাখতে হবে এবং নিজের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।

এছাড়া ঢাকায় পরিচিতজনদের নাম ও নম্বর সংরক্ষণ এবং বৃষ্টির জন্য রেইনকোট বা ছাতা সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা বলেন, “এই সমাবেশ আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই সহনশীলতা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রেখে অংশ নিতে হবে। সকলকে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা মেনে চলতে হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র নস্যাতে দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মঈন খান
গণতন্ত্র নস্যাতে দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মঈন খান
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল