
গোপালগঞ্জে কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল


গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর বাড়ানো সময় আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন।
তাতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।
ভিওডি বাংলা/ এমপি