২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টিসহ একাধিক নিয়ম


স্পোর্টস ডেস্ক
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে দেখা যেতে পারে বড় কিছু নিয়ম পরিবর্তন। পেনাল্টি কিকের মতো গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে ঐতিহ্যবাহী নিয়ম বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবলের নিয়মপ্রণয়নকারী সংস্থা আইএফএবি এমন এক প্রস্তাব নিয়ে ভাবছে, যেখানে পেনাল্টি শট নেওয়ার পর গোল না হলে বল রিবাউন্ড বা ফিরে আসলে আর কেউ সেই বলে গোল করতে পারবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএবি এমন একটি নিয়ম বিবেচনা করছে যেখানে পেনাল্টি মিস হলেই খেলা থেমে যাবে এবং ডিফেন্ডিং দলকে গোল-কিক দেওয়া হবে। অর্থাৎ, পেনাল্টি থেকে গোলের সুযোগ থাকবে শুধু একবারই।
এই নিয়ম চালু হলে ইতিহাসের বহু আইকনিক গোল আর বৈধ থাকবে না। যেমন ইউরো ২০২০-এর সেমিফাইনালে হ্যারি কেইনের ফিরতি বলে করা গোল, কিংবা ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাবি আলোনসোর গোল সবই নতুন নিয়মে বাতিলযোগ্য।
এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো পেনাল্টিকে একক, পরিষ্কার ও স্বাধীন একটি সুযোগ হিসেবে দেখানো। হকির মতো ‘পেনাল্টি স্ট্রোক’-এর আদলে ফুটবলেও এমন ধারণা আনা হচ্ছে। যদি বল গোল হয়, খেলা আবার শুরু হবে মাঝমাঠ থেকে; আর যদি না হয়, সরাসরি গোল-কিকের মাধ্যমে পুনরায় খেলা শুরু হবে।
আইএফএবি মনে করছে, নতুন নিয়ম ‘এনক্রোচমেন্ট’—অর্থাৎ শট নেওয়ার আগেই খেলোয়াড়দের বক্সে ঢুকে পড়া—এই সমস্যা কমাবে এবং আক্রমণকারী দলের অযাচিত সুবিধাও রোধ করবে।
এছাড়া ভিএআর সংক্রান্ত কিছু পরিবর্তনের কথাও ভাবছে সংস্থাটি। যেমন দ্বিতীয় হলুদ কার্ড বা কর্নারের সিদ্ধান্তে ভিএআরের হস্তক্ষেপ—তবে এসব কেবল স্পষ্ট ভুলের ক্ষেত্রে দ্রুত সংশোধনের জন্যই প্রযোজ্য হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং অনেক শীর্ষ কর্মকর্তা এই নিয়মের পক্ষে মত দিয়েছেন।
২০২৬ সালের ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপের আগে ফুটবলকে আরও আধুনিক ও পরিষ্কার করতে আইএফএবি সিদ্ধান্ত নিতে পারে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই।
এই পরিবর্তনগুলো কার্যকর হলে পেনাল্টি কিকের ইতিহাসে শুরু হবে এক নতুন অধ্যায়।
ভিওডি বাংলা/ এমএইচ
বাংলাদেশ সম্পর্কে যা বললেন পাকিস্তান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে …

শ্রেষ্ঠত্ব হারাল রংপুর
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি ফ্রাঞ্চাইজিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে …
