• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ দেশে ফ্যাস্টিটদের জায়গা হবে না : রিজভী

   ১৮ জুলাই ২০২৫, ০৮:২১ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতা জীবন দিয়ে দেখিয়েছে এদেশে কখনই ফ্যাস্টিটদের জায়গা হবেনা। শুক্রবার (১৮ জুলাই) বিকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শোক র্যালী পূর্ববর্তী সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বেগম জিয়া বাইরে থাকা মানে হাসিনার বিপদ, দেশের মানুষের স্বাধীনতা। সেজন্যই তাকে বন্দি করে রেখেছে আওয়ামী লীগ।

আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে শরিক হয়ে চূড়ান্ত ঘোষনা দেন তিনি। তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে। উদ্দেশ্য ভালো নয়। খুলনায় বিএনপি নেতার রগ কেটেছে। চাঁদপুরে ইমামকে কুপিয়েছে যারা তাদের বিরুদ্ধে কেউ শ্লোগান দেয় না। কারন আপনারা জানেন, এদেশে কারা রগ কাটে।

রিজভী আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশ চায় না। এদেশের শান্তি ও চায় না, গনতন্ত্র চায়না, কথা বলার স্বাধীনতা চায়না। ও চায় রক্ত, ও চায় রাজত্ব, ও চায় রাষ্ট্র ও চায় লাশ। সে বাংলাদেশকে মনে করে সোনার খনি। সেই খনি তার ছেলে মেয়ে ভাগিনা ভাগনি বোনসহ আত্মীয় স্বজন মিলে পাচার করেছে।

তিনি বলেন, গোপালগঞ্জ দিল্লি নয়, রাজস্থান নয়, সেখানে এনসিপির সমাবেশে হামলা এটা মেনে নেয়া যায়না। বাংলাদেশের ইদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বেরিয়ে আসছে একটার পর একটা। আর সেই সোনার ছেলেরাই গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। নিরিহ মানুষকে ভাতের অধিকারের পরিবর্তে সন্ত্রাসী পরিবেশ উপহার দিচ্ছে ওই আওয়ামী সন্ত্রাসীরা। তাদের বুঝতে হবে মানুষ এখন আর রক্ত চক্ষুকে ভয় পায় না। তারা জানে কিভাবে লড়াই করে বাঁচতে হবে। এদেশের মানুষ রক্ত দিতে জানে ঠিক তেমনী রক্ত নিতেও পারে। তাই সাধারণ মানুষকে বাঁচার অধিকারে হস্তক্ষেপ করবেন না। ৫ আগস্টের মতো অভ্যুত্থান থেকে শিক্ষা নিন।

কর্মসূচির উদ্বোধন করেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হলেও তিনটা থেকে খন্ড খন্ড মিছিলসহকারে নেতৃবৃন্দ এসে সমাবেশস্থল পূর্ণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র নস্যাতে দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মঈন খান
গণতন্ত্র নস্যাতে দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মঈন খান
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল