টপ নিউজ
বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
১৮ জুলাই ২০২৫, ০৯:০৮ পি.এম.

মাওলানা আজগর হোসাইন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিদধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওলানা আজগর হোসাইন নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে বাগমারা বায়তুন নুর মসজিদের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইমাম কাথরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বাগমারা বায়তুন নুর জামে মসজিদের ইমাম এবং ৫নং ওয়ার্ডস্থ জেবল হোসাইনের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে মসজিদের মাইক মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন ইমাম আজগর হোসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা ও দানবীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও অ্যাডভোকেট মিজানসহ বিভিন্ন মহল ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ







