মাদারীপুর প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


মাদারীপুর প্রতিনিধি
পাঁচ বছরের প্রেম সব হারিয়ে এখন প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কম্পিউটারের দোকানি নাসির উদ্দিন মাতুব্বরের বাড়িতে।
প্রেমিকের সাথে পাঁচ বছরের সম্পর্কের পরও এখন বিয়েতে অনীহা দেখানো কারণে প্রেমিকার এই অনশন করছেন বলে জানা গেছে। এদিকে ওই ২২ বছরের যুবতী নারীকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী ওই প্রেমিকা। আজ শুক্রবার রাত ৮ টার দিকে দেখা গেছে এমন চিত্র।
ভুক্তভোগী যুবতীর দাবি, ২০২১ সালের ১০ জুন উপজেলার কমলাপুর বাজারে নাসিরের কম্পিউটারের দোকানে ফোন মেরামত করতে গিয়েই তাদের পরিচয়। সেখান থেকেই শুরু হয় প্রেমের সম্পর্ক। দুজনে কুয়াকাটাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যান এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যান যুবতী নারী। দেশে ফিরে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক নাসির উদাসীনতা দেখাতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। এতে হতাশ হয়ে প্রেমিকা সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রেমিকার অনশনের খবর ছড়িয়ে পরলে এলাকাবাসীর ভিড় জমে নাসিরের বাড়িতে। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এলাকায় একাধিকবার সালিশ হলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
অনশনে থাকা যুবতী বলেন, নাসির আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমার সবকিছু শেষ হয়ে গেছে। ও আমার কাছ থেকে সব ডকুমেন্টও নিয়ে গেছে। যতক্ষণ না নাসির আমাকে বিয়ে করে, আমি এই বাড়ি থেকে যাব না।
তবে নাসিরের বাবা খলিল মাতুব্বর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলের সাথে মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমার ছেলে দেড়মাস আগে বিদেশে গেছে। ৫ বছর প্রেম করছিল, অথচ ঘোরাঘুরি বা সম্পর্কের কোনো প্রমাণ নেই। তাহলে কীভাবে আমি মেনে নেব যে, সে আমার ছেলের স্ত্রী হতে চায়?
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপা (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। প্রেমিকার অনশন নিয়ে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে ভুক্তভোগী চাইলে আইনি সহায়তা পেতে পারেন। থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।
ভিওডি বাংলা/ এমএইচ