• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

৬৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

   ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ পি.এম.
নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপণের বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) নবাবগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এর উদ্যোগে এই কর্মসূচি শুরু হলো।

সকাল থেকেই নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এবং জনবহুল স্থানে চারা রোপণ করেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এই মহতী কর্মসূচিতে অংশ নিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আমাদের উপজেলায় ৬৩ হাজার চারা রোপণ কর্মসূচি ধাপে ধাপে পুরো উপজেলায় বাস্তবায়িত হবে। এর মধ্যে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রয়েছে। এটি শুধু সবুজায়নই নয়, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় একটি সবুজ ও স্বাস্থ্যকর শহরে পরিণত হবে। উপজেলা প্রশাসন এই কর্মসূচির সার্বিক সফলতার জন্য নিবিড় তদারকি করছে।
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন ও বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়