• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে —প্রেস সচিব

   ১৯ জুলাই ২০২৫, ০২:১৪ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত তারিখেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, একদিনও পেছানো হবে না এবং এটি হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, –আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন।

প্রেস সচিব আরও বলেন, –নির্বাচন ঘিরে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) প্রসঙ্গে তিনি জানান, –এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। অন্যান্য দেশে এমন বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ২-৪ বছর সময় লাগে, অথচ আমাদের এখানে খুব অল্প সময়ের মধ্যেই অনেক অগ্রগতি হয়েছে। জুলাই মাসেই সব দল সই করবে বলে আশা করা হচ্ছে। তারপরই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্তভাবে শুরু হবে।

আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, –এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে, তারাই দেশকে নতুনভাবে গড়তে সক্ষম হবে। দেশকে তারা মেরামত করতে পারবে।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, –আমরা যদি অন্য দেশের দিকে তাকাই, তাহলে বুঝতে পারি যে, এসব বিষয়ে দীর্ঘ সময় লাগে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার আলোচনা করছে এবং আশানুরূপ অগ্রগতি হচ্ছে। খুব শিগগিরই ‘জুলাই সনদ’ প্রকাশিত হবে বলে আশা করছি।

এই আয়োজনে প্রেস সচিব ছাড়াও লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তাসহ আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি
ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি: প্রধান উপদেষ্টা
ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি: প্রধান উপদেষ্টা
গোপালগঞ্জে কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল
গোপালগঞ্জে কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল