• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ শুরু

   ১৯ জুলাই ২০২৫, ০২:২৬ পি.এম.
জামায়াতের সমাবেশে বিপুল জমায়েত। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (১৯ জুলাই)  দুপুর ২টা ৪ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়।

দীর্ঘদিন পর প্রকাশ্য ময়দানে বৃহৎ জনসমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই জাতীয় সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। এর আগেই সকাল ৯টা ২৫ মিনিটে উপস্থিত হন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে।

সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন