• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দুয়ায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন

   ১৯ জুলাই ২০২৫, ০৩:১০ পি.এম.
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

নেত্রকোণার কেন্দুয়ায় কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকাল থেকে কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে পৈত্রিক জায়গায় হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মতি বিদ্যাপীঠের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ড. হুমায়ূন আহমেদ স্যারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শোক র‍্যালি, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া ও মিলাদ । 

তিনি আরো বলেন, ড. হুমায়ূন আহমেদ স্যারের অবদান আজো সাহিত্যপ্রেমীদের হৃদয়ে সমুজ্জ্বল। স্যারের সৃষ্ট চরিত্র, গল্প এবং দর্শন আজো পাঠকের মনে গভীর দাগ রেখে যাচ্ছে। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই মহৎ মানুষটিকে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বধলা-৫ আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার
পূর্বধলা-৫ আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার
মাদারীপুর-১(শিবচর) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুর-১(শিবচর) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে আমনের দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা
রাজশাহীতে আমনের দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা